অফারে মাত্র ২৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. 16 ও 18
B. 14 ও 8
C. 15 ও 8
D. 17 ও 39
E. 17 ও 8
Explanation: Hints: \(\alpha\) কণা \(\rightarrow {}_2^4\text{He}^{2+};\) প্রোটন \(\rightarrow {}_1^1\text{H}\) Solve: \(14 + 4 = a + 1 \therefore a = 17\) আবার, \(7 + 2 = b + 1 \therefore b = 8\) Ans. (E) ব্যাখ্যা: 1. \(\alpha\)-কণা বিকিরণের ফলে সৃষ্ট নতুন মৌলের নিউক্লিয়াসের ভর 4 একক কমে এবং P সংখ্যা 2 কমে যাওয়ায় মৌলটি পর্যায় সারণির দুই ঘর বামে সরে যায়। যেমন: \({}_{88}^{226}\text{Ra} \rightarrow {}_{86}^{222}\text{Ra} + {}_2^4\text{He}^{2+}\) 2. \(\beta\)-কণা বিকিরণের সময় নতুন মৌলের ভর সংখ্যা ঠিক থাকে কিন্তু (প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় ফলে মৌলটি পর্যায় সারণিতে এক ঘর ডানে সরে যায়। যেমন: \({}_{8}^{19}\text{O} \rightarrow {}_{9}^{19}\text{F} + {}_{-1}^0\text{e} (\beta\text{-কণা})\) 3. \(\gamma\)-ray বিকিরণের ফলে মৌলের নিউক্লিয়াসে কোন পরিবর্তন ঘটে না।