অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

একটি শূন্য ক্রম বিক্রিয়ায় 100 মিনিটে বিক্রিয়কের ঘনমাত্রা 0.2 M থেকে 0.1M এ নেমে আসে। ঐ বিক্রিয়কের ঘনমাত্রা 0.1M থেকে 0.05M এ নেমে আসতে কত মিনিট সময় লাগবে?

A. 50

B. 100

C. 150

D. 200

E. 250

SUST14-15বিক্রিয়ার ক্রমরসায়ন প্রথম পত্ররাসায়নিক পরিবর্তনUnit-B

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Solve: \(K = \frac{x_1}{t_1} \implies K = \frac{0.2 - 0.1}{100} = 10^{-3}\) \(K = \frac{x_2}{t_2} \implies t_2 = \frac{x_2}{K} = \frac{0.1 - 0.05}{10^{-3}} = 50 \, \text{min}\) Ans. (A) ব্যাখ্যা: যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না অর্থাৎ বিক্রিয়া একটি নির্দিষ্ট গতিতে চলতে থাকে তাকে শূন্যতম ক্রম বিক্রিয়া বলে। শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, ঘনমাত্রা, \(x = k^1\) যেখানে, \(K =\) বিক্রিয়ার হার, \(t =\) সময় এবং, \(t_{\frac{1}{2}} = -a/2k\) \([a =\) বিক্রিয়কের প্রারম্ভিক মোল সংখ্যা\()]\)