অফারে মাত্র ১৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. 9
B. 10
C. 11
D. 12
E. 13
Explanation: Hints: মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। Solve: এক্ষেত্রে একটি গ্রুপ নিচে দিকে মৌলের ব্যাসার্ধ বাড়ে এবং একই পর্যায়ের ডান থেকে বাম দিকে গেলে ব্যাসার্ধ কমে। পারমাণবিক সংখ্যা অনুযায়ী ব্যাসার্ধের ক্রম: \(11 > 12 > 13 > 9 > 10 \implies \text{Na} > \text{Mg} > \text{Al} > \text{F} > \text{Ne}\) Ans. (C) ব্যাখ্যা: পর্যায় সারণীতে এক পর্যায়ের ক্ষেত্রে মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে মৌলের ধর্ম পরিবর্তন হয়।