অফারে মাত্র ১৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. CH3COONa
B. CuSO4
C. CH3OH
D. CH3COOH
E. C6H5OH
Explanation: ব্যাখ্যা: দুর্বল এসিড এবং দুর্বল ক্ষারের সমবায় প্রক্রিয়া দ্রবণ ক্ষারীয় হয়। \[ \text{CH}_3\text{COOH} + \text{NaOH} \rightarrow \text{CH}_3\text{COONa} + \text{H}_2\text{O} \] আবার, দুর্বল ক্ষার এবং দুর্বল এসিডের সমবায় প্রক্রিয়া দ্রবণ অম্লীয় হয়: \[ \text{HCl} + \text{NH}_4\text{OH} \rightarrow \text{NH}_4\text{Cl} + \text{H}_2\text{O} \] \text{Shortcut:} যে কোনো লবণের জলীয় দ্রবণের প্রকৃতি নির্ণয়ে পানি ও বিক্রিয়ার থেকে অনুমান করা যায়। যেমন: \[ \text{H}_2\text{O} \rightarrow \text{CH}_3\text{COONa} \rightarrow \text{CH}_3\text{COO}^- + \text{Na}^+ \] যেখান থেকে দুর্বল এসিড ও শক্তিশালী ক্ষারের অবস্থান নির্ণয় করা যায়।