অফারে মাত্র ১৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. 0.08
B. 0.04
C. 0.02
D. 0.002
E. 0.0005
Explanation: Hints: \( K_a = \alpha^2 C \) Solve: \( K_a = \alpha^2 C \) \[ \therefore \alpha = \sqrt{\frac{K_a}{C}} = \sqrt{\frac{1.76 \times 10^{-5}}{4.4}} = 0.002 \, [\alpha = \text{বিয়োজন; C = ঘনমাত্রা}] \] Ans. (D) ব্যাখ্যা: যেহেতু ইথানোইক অ্যাসিড (\( \text{CH}_3\text{COOH} \)) এর বেলায় \(\alpha\) এর মান খুবই কম। সুতরাং \( \alpha = \sqrt{\frac{K_a}{C}} \)। অনুরূপভাবে, একটি দুর্বল ক্ষারক যেমন, \( \text{NH}_3 \) অথবা অ্যামিন (\( \text{CH}_3\text{NH}_2 \)) এর বেলায় \(\alpha\) এর মান খুবই কম হয়। তখন সে ক্ষেত্রে \(\alpha = \sqrt{\frac{K_b}{C}}\)। উক্ত সমীকরণের দ্বারা মুদ্র অণু ও ক্ষারের বিয়োজন মাত্রা ও দ্রবণের মোলার ঘনমাত্রার সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এটি অসংযোগের লঘুকরণ সূত্রের গাণিতিক প্রকাশ।