অফারে মাত্র ১৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. সোনালি হলুদ, বেগুন??? ও লাল
B. সোনালি হলুদ, গোলাপী ও লাল
C. বেগুনী, সবুজ ও হলুদ
D. সোনালি হলুদ, নীল ও লাল
E. বাদামী, বেগুনী ও লাল
Explanation: Hints: শিখা পরীক্ষায় Na, K এবং Ca যথাক্রমে সোনালী হলুদ, বেগুনি ও লাল বর্ণ সৃষ্টি করে। Solve: শিখা পরীক্ষায় Na, K এবং Ca যথাক্রমে সোনালী হলুদ, বেগুনি ও লাল বর্ণ সৃষ্টি করে। Ans. (A) ব্যাখ্যা: ক্ষারধাতু, বর্ণ, ক্ষারমৃত ধাতু, বর্ণ Li, উজ্জ্বল লাল, Be, Mg, বর্ণ দেয় না Na, সোনালী হলুদ, Ba, কাঁচা আপেলের মতো K, বেগুনি, Ca, ইটের ন্যায় লাল Rb, লালচে বেগুনি, Sr, টকটকে লাল Cs, নীল, Ra, লাল