অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

কোন দুটি অরবিটাল অভিলেপন (overlap) করে π বন্ধন তৈরী করে না?

A. Px, Px

B. Py, Py

C. Px, Py

D. Pz, Pz

E. Py, dxy

SUST11-12হাইব্রিডাইজেশন, যৌগের আকৃতি ও সংকরণ অবস্থারসায়ন প্রথম পত্রমৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনUnit-B

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Hints: Sigma বন্ধন এবং পাই বন্ধনের তুলনা। ব্যাখ্যা: সিগমা বন্ধন, পাই বন্ধন বন্ধন সৃষ্টিকারী Orbital গুলো মুখোমুখি সরলরেখা বরাবর overlap করে। বন্ধন সৃষ্টিকারী Orbital গুলো সমান্তরালভাবে পাশে overlap করে। অধিকস্থায়ী ও দৃঢ় হয়। অস্থায়ী ও দুর্বল হয়। সংকর এবং বিশুদ্ধ উভয় ক্ষেত্রেই সিগমা বন্ধন গঠতে পারে। সংকর Orbital এবং S-Orbital ছাড়া \(\pi\)-bond এর অংশগ্রহণ নেই।