অফারে মাত্র ১৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. 1
B. 3
C. 4
D. 0
Explanation: Hints: \(pH = -\log[H^+]\) Solve: \([H^+] = \alpha C\) \(= \frac{10}{100} × 0.001 = 0.0001 \, [∴ C = 0.001M]\) \(pH = -\log(0.0001) = 4\) Ans. (C) ব্যাখ্যা: যেহেতু জার এসিড দুর্বল এসিড এর বিয়োজন মাত্রা \(\alpha\) এর মান এবং ঘনমাত্রা দেওয়া আছে তাই যেকোন ভাবে যদি \([H^+]\) এর মান বের করতে পারি, তাহলে আমরা \(pH\) ও \(pOH\) এর মান জানতে পারব। এক্ষেত্রে মনে রাখতে হবে \([H^+] = \alpha C\) এবং \(pH = -\log[H^+]\)