অফারে মাত্র ২৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. এ
B. অ
C. ও
D. আ
সঠিক উত্তরঃ B. অ
Explanation: প্রশ্ন বিশ্লেষণ: এখানে উচ্চারণ রীতি অনুযায়ী স্বরধ্বনি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে কোনটি নিম্ন-পশ্চাৎ স্বরধ্বনি তা চিহ্নিত করতে হবে। অপশন বিশ্লেষণ: A. এ: ভুল, এটি উচ্চ-পশ্চাৎ স্বরধ্বনি। B. অ: সঠিক, এটি নিম্ন-পশ্চাৎ স্বরধ্বনি, কারণ এর উচ্চারণ রীতি অনুযায়ী এটি নিম্ন স্বরে উচ্চারিত হয়। C. ও: ভুল, এটি উচ্চ-পশ্চাৎ স্বরধ্বনি। D. আ: ভুল, এটি উচ্চ-পশ্চাৎ স্বরধ্বনি। নোট: 'অ' একটি নিম্ন-পশ্চাৎ স্বরধ্বনি হিসেবে পরিচিত, যার উচ্চারণ শ্বাসরোধ করে থাকে।