অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

এক ব্যক্তি 30° ঢালের 5m উঁচু ঘর্ষণবিহীন তল বরাবর একটি 100N ওজনের ব্লক টেনে তুলছে। ব্লকটি সমদ্রুতিতে চললে ব্যক্তি কত জুল পরিমাণ কাজ করবে?

A. 0

B. 50

C. 250

D. 500

E. 5

SUST16-17কৃতকাজ (অভিকর্ষ বল ও মহাকর্ষ বল)পদার্থবিজ্ঞান প্রথম পত্রকাজ, শক্তি ও ক্ষমতাUnit-BSet-1

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: \(\text{Hints: মোট কাজ = বল × সরণ বা, } W = Fx\) \(\text{Solve: চিত্র হতে, } F = mg\sin\theta\) \(\text{আবার, } \sin\theta = \frac{5}{\text{AB}} \implies \text{AB} = \frac{5}{\sin\theta}\) \(\therefore x = \text{AB} = \frac{5}{\sin\theta}\) \(\therefore W = Fx\) \(\implies W = mg\sin\theta \times \frac{5}{\sin\theta}\) \(\implies W = 100 \times 5 \, [mg = 100] = 500 \, J\) \(\text{Ans. (D)}\) \(\text{ব্যাখ্যা: কাজ হচ্ছে বল এবং বলের দিকে সরণের গুণফল।}\) \(\text{এই জন্য কাজ হিসাব করার সময় বল এবং সরণের দিকে একই দিকে নেওয়া হয়।}\) \(\text{কাজ নির্ণয়ের সময় বল এবং সরণ একই দিকে নিয়ে আসা হয় বিধায় } W = Fx \, \text{লাগু হয়।}\)