নিম্নের মৌল গুলোর মধ্যে কোনটির আয়নিকরণ বিভব সবচেয়ে কম?

A. Li

B. K

C. Cs

D. Na

E. Rb

SUST13-14আয়নীকরণ শক্তি, ইলেক্ট্রন আসক্তি ও তড়িৎ ঋনাত্বকতারসায়ন প্রথম পত্রমৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনUnit-BSUST - ⚡ অনলাইন প্রশ্নব্যাংক দেখুন 💥
Join Telegram

প্রশ্নঃ নিম্নের মৌল গুলোর মধ্যে কোনটির আয়নিকরণ বিভব সবচেয়ে কম?

সঠিক উত্তরঃ C. Cs

Explanation: Hints: আয়নিকরণ বিভব Solve: আয়নিকরণ বিভবের ক্রম: Li > Na > K > Rb > Cs অর্থাৎ, Cs এর আয়নিকরণ শক্তি সবচেয়ে কম। কেননা, একই গ্রুপের নিচের দিকে আয়নিকরণ শক্তি কমে। Ans. (C) ব্যাখ্যা: একই গ্রুপের নিচের দিকে আয়নিকরণ বিভব কমে এবং বা থেকে ডান দিকে গেলে বাড়ে। ব্যতিক্রম- (i) Be > B (ii) N > O (iii) Mg > Al (iv) P > S।

Another Explanation (5):

আয়নিকরণ বিভব এবং Cs এর অবস্থান ⚛️

আয়নিকরণ বিভব (Ionization Potential) হলো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণু থেকে একটি করে ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। পর্যায় সারণিতে মৌলের অবস্থান এবং ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে আয়নিকরণ বিভব পরিবর্তিত হয়।🧑‍🏫

আয়নিকরণ বিভব কম হওয়ার কারণ 📉

Cs (সিজিয়াম)-এর ক্ষেত্রে ব্যাখ্যা 🔍

Cs পর্যায় সারণীর গ্রুপ 1 (ক্ষার ধাতু) এর অন্তর্ভুক্ত। এই গ্রুপের মৌলগুলোর মধ্যে Cs এর পারমাণবিক আকার সবচেয়ে বড়।

মৌল পারমাণবিক সংখ্যা পারমাণবিক আকার (pm) প্রথম আয়নিকরণ বিভব (kJ/mol)
Li (লিথিয়াম) 3 167 520
Na (সোডিয়াম) 11 190 496
K (পটাশিয়াম) 19 243 419
Rb (রুবিডিয়াম) 37 265 403
Cs (সিজিয়াম) 55 298 376
Fr (ফ্রান্সিয়াম) 87 - ~380

উপরের টেবিল থেকে দেখা যাচ্ছে, Cs এর পারমাণবিক আকার সবচেয়ে বড় এবং এর প্রথম আয়নিকরণ বিভবও সবচেয়ে কম। 😃

কারণসমূহ:

  1. বৃহৎ পারমাণবিক আকার: Cs এর পারমাণবিক আকার বড় হওয়ায় নিউক্লিয়াস থেকে সর্ববহিঃ??্থ ইলেকট্রনের দূরত্ব অনেক বেশি।
  2. দুর্বল আকর্ষণ: নিউক্লিয়াসের আকর্ষণ দুর্বল হওয়ার কারণে ইলেকট্রন সহজে অপসারণ করা যায়।
  3. শিল্ডিং প্রভাব: Cs এর ইলেকট্রন বিন্যাসে অনেকগুলো ভেতরের স্তরের ইলেকট্রন থাকায় শিল্ডিং প্রভাব বেশি হয়, যা বাইরের ইলেকট্রনকে সহজে মুক্ত করতে সাহায্য করে। 💪

এজন্য Cs এর আয়নিকরণ বিভব অন্যান্য মৌলগুলোর তুলনায় কম। ✅

আশা করি, বুঝতে পেরেছেন! 😊

যে কোন ইউনিভার্সিটির চ্যাপটার ওয়াইজ , টপিক অনুযায়ী, এনালাইসিস সহ প্রশ্ন ব্যাংক দেখতে প্রশ্ন ব্যাংক দেখতে সম্পূর্ণ ভিডিওগুলো দেখুন