A. Li
B. K
C. Cs
D. Na
E. Rb
সঠিক উত্তরঃ C. Cs
Explanation: Hints: আয়নিকরণ বিভব Solve: আয়নিকরণ বিভবের ক্রম: Li > Na > K > Rb > Cs অর্থাৎ, Cs এর আয়নিকরণ শক্তি সবচেয়ে কম। কেননা, একই গ্রুপের নিচের দিকে আয়নিকরণ শক্তি কমে। Ans. (C) ব্যাখ্যা: একই গ্রুপের নিচের দিকে আয়নিকরণ বিভব কমে এবং বা থেকে ডান দিকে গেলে বাড়ে। ব্যতিক্রম- (i) Be > B (ii) N > O (iii) Mg > Al (iv) P > S।
Another Explanation (5):
আয়নিকরণ বিভব (Ionization Potential) হলো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণু থেকে একটি করে ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। পর্যায় সারণিতে মৌলের অবস্থান এবং ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে আয়নিকরণ বিভব পরিবর্তিত হয়।🧑🏫
Cs পর্যায় সারণীর গ্রুপ 1 (ক্ষার ধাতু) এর অন্তর্ভুক্ত। এই গ্রুপের মৌলগুলোর মধ্যে Cs এর পারমাণবিক আকার সবচেয়ে বড়।
| মৌল | পারমাণবিক সংখ্যা | পারমাণবিক আকার (pm) | প্রথম আয়নিকরণ বিভব (kJ/mol) |
|---|---|---|---|
| Li (লিথিয়াম) | 3 | 167 | 520 |
| Na (সোডিয়াম) | 11 | 190 | 496 |
| K (পটাশিয়াম) | 19 | 243 | 419 |
| Rb (রুবিডিয়াম) | 37 | 265 | 403 |
| Cs (সিজিয়াম) | 55 | 298 | 376 |
| Fr (ফ্রান্সিয়াম) | 87 | - | ~380 |
উপরের টেবিল থেকে দেখা যাচ্ছে, Cs এর পারমাণবিক আকার সবচেয়ে বড় এবং এর প্রথম আয়নিকরণ বিভবও সবচেয়ে কম। 😃
এজন্য Cs এর আয়নিকরণ বিভব অন্যান্য মৌলগুলোর তুলনায় কম। ✅
আশা করি, বুঝতে পেরেছেন! 😊