অফারে মাত্র ১৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. 0.1336
B. 0.1149
C. 0.1223
D. 0.1469
E. 0.1119
Explanation: \(\text{ব্যাখ্যা: যে কোনো সময় ব্যবধানে কোনো বস্তুর সরণের মোট সময় দিয়ে ভাগ করলে গড়বেগ এবং যেকোনো সময় দ্বারা ভাগ করলে তৎক্ষণাৎ ত্বরণ পাওয়া যায়।} \\ \text{প্রাসঙ্গিক সূত্রাবলী:} \\ (1) \, v = \frac{s}{t}, \, (2) \, V = \frac{\text{মোট সরণ}}{\text{মোট সময়}}, \, (3) \, v = \frac{v+v_0}{2}, \\ (4) \, \text{তাৎক্ষণিক বেগ, } V_{\text{inst}} = \frac{ds}{dt}, \, (5) \, f = \frac{dt}{t}, \\ (6) \, \text{গড় দূরত্ব } \frac{\text{মোট দূরত্ব }}{\text{মোট সময় }}, \\ (7) \, a = \frac{\Delta v}{t}, (8) \, a_{\text{inst}} = \frac{dv}{dt} = \frac{d^2s}{dt^2} \\ \text{ইত্যাদি।}\)