অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

দুটি সুর শলাকার কম্পাঙ্কের পার্থক্য 200Hz। বাতাসে শলাকা দুটি যে তরঙ্গ উৎপন্ন করে তাদের একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য অপরটির 3টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান। শলাকাদ্বয়ের কম্পাঙ্ক কত Hz?

A. 200,400

B. 300,500

C. 100,300

D. 500,700

E. 600,800

SUST15-16ত্বরঙ্গের বেগ, দৈর্ঘ্য ও কম্পাংকপদার্থবিজ্ঞান প্রথম পত্রতরঙ্গUnit-BSet-1

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: \(\text{Hints: } f_1\lambda_1 = f_2\lambda_2; \, f_2 - f_1 = 200 \\ \text{Solve: এখানে, সুপরিকল্পিত দুটি একক মাধ্যমের সূত্রানুযায়ী, } v_1 = v_2 \\ \implies f_1\lambda_1 = f_2\lambda_2 \implies f_1\lambda_1 = f_1 \cdot 3\lambda_2 = f_2\lambda_2 \\ \implies \lambda_2 = 3\lambda_1 \, \text{বা, } f_2 - f_1 = 3f_1 - f_1 = 200 \, \text{Hz} \\ \therefore f_1 = 100 \, \text{Hz, } f_2 = 300 \, \text{Hz} \\ \text{Ans. (C)}\)