অফারে মাত্র ১৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. \( 10^{-15} \)
B. \( 10^{-8} \)
C. \( 10^{-10} \)
D. \( 10^{-5} \)
E. \( 10^{-20} \)
Explanation: \(\text{Solve: প্রবল নিউক্লীয় বলের পাল্লা } 10^{-15} \, \text{m।}\) \(\text{Ans. (A)}\) \(\text{ব্যাখ্যা: প্রবল নিউক্লীয় বল নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনকে আবদ্ধ করে রাখে।}\) \(\text{তাই বলা যায় প্রবল নিউক্লীয় বলের পাল্লা পরমাণুর নিউক্লিয়াস অর্থাৎ } 10^{-15} \, \text{m।}\) \(\text{চারটি মৌলিক বলের পাল্লা ও আপেক্ষিক শক্তির তুলনা:}\) \begin{array}{|c|c|c|c|c|} \hline \text{মৌলিক বল} & \text{মহাকর্ষ বল} & \text{তড়িৎ-চৌম্বক বল} & \text{প্রবল নিউক্লীয় বল} & \text{দুর্বল নিউক্লীয় বল} \\ \hline \text{পাল্লা} & \text{অসীম} & \text{অসীম} & 10^{-15} \, \text{m} & 10^{-16} \, \text{m} \\ \text{আপেক্ষিক সবলতা} & 1 & 10^{39} & 10^{41} & 10^{30} \\ \hline \end{array}\)