অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বেশি মাল বোঝাই করার কারণে একটি জাহাজের 97.5% সমুদ্রের পানিতে নিমজ্জিত ছিল। নদীতে প্রবেশ করার পর জাহাজটি ডুবে গেলে সমুদ্রের পানির ঘনত্ব কত gm/cc?

A. 0.975

B. 1.01

C. 1.025

D. 1.05

E. 1.25

SUST13-14লেকের (হ্রদের) গভীরতাপদার্থবিজ্ঞান প্রথম পত্রআদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বUnit-B

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: \( \text{Hints: } \frac{V_1}{V_2} = \frac{\rho_2}{\rho_1} \) \(\text{Solve: } V_1 = \text{সমুদ্রের পানিতে নিমজ্জিত আয়তন } = 97.5\% = 0.975, \, V_2 = \text{নদীর পানিতে নিমজ্জিত আয়তন } = 100\% = 1\) \[ \rho_1 = \text{সমুদ্রের পানির ঘনত্ব } = ?, \, \rho_2 = \text{নদীর পানির ঘনত্ব } = 1 \, \mathrm{gm/cc} \] \[ \frac{V_1}{V_2} = \frac{\rho_2}{\rho_1} \implies \rho_1 = \frac{V_2}{V_1} \rho_2 = \frac{1}{0.975} \times 1 = 1.025 \, \mathrm{gm/cc} \] \(\text{Ans. (C)}\)