অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

80kg ভরের বাক্সকে 600N অনুভূমিক বলে মেঝের ওপর দিয়ে টানা হচ্ছে। চলন্ত অবস্থায় বাক্স ও মেঝের মধ্যবর্তী ঘর্ষণ সহগ 0.50। বাক্সের ত্বরণ কত?

A. 1.12ms-2

B. 1.5ms-2

C. 2.60ms-2

D. 4.5ms-2

E. 5.0ms-2

SUST12-13ঘর্ষণপদার্থবিজ্ঞান প্রথম পত্রনিউটনিয়ান বলবিদ্যাUnit-B

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: \(\text{Hints: } a = \frac{F - F_k}{m} = \frac{\text{কার্যকর বল}}{\text{ভর}}\) \(\text{Solve: কার্যকর বল, } F' = F - F_k; \, F = \text{প্রয়োগকৃত বল, } F_k = \text{বাঁধাদানকারী ঘর্ষণবল}\) \(\implies F = \mu_k R = F - (\mu_k \times mg) = 600 - (0.5 \times 80 \times 9.8) = 208 \, \text{N}\) \(\therefore \text{বাক্সের ত্বরণ, } a = \frac{F'}{m} = \frac{208}{80} = 2.6 \, \text{ms}^{-2}\) \(\text{Ans. (C)}\)