কোন গ্রহে অভিকর্ষজ ত্বরণ π ms^{-2}। সেখানে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত মিটার(m)?

A. 1/4π

B. 1/2π

C. 1/π

D. π/2

E. π

SUST17-18সেকেন্ড দোলক ও অভিকর্ষজ ত্বরণপদার্থবিজ্ঞান প্রথম পত্রপর্যাবৃত্তিক গতিUnit-ASUST - ⚡ অনলাইন প্রশ্নব্যাংক দেখুন 💥
Join Telegram

প্রশ্নঃ কোন গ্রহে অভিকর্ষজ ত্বরণ π ms^{-2}। সেখানে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত মিটার(m)?

সঠিক উত্তরঃ C. 1/π

Explanation: \(T^2 = 4\pi^2 \times \frac{L}{g} \implies 4 = 4\pi^2 \times \frac{L}{\pi} \implies L = \frac{1}{\pi} \, \mathrm{m}\)

Another Explanation (5): ```html

সেকেন্ড দোলকের দৈর্ঘ্য নির্ণয়

আমরা জানি, সেকেন্ড দোলকের দোলনকাল \(T = 2\) সেকেন্ড।

দোলনকালের সূত্রানুসারে, \(T = 2\pi \sqrt{\frac{l}{g}}\)

এখানে,

সুতরাং, \(2 = 2\pi \sqrt{\frac{l}{\pi}}\)

বা, \(1 = \pi \sqrt{\frac{l}{\pi}}\)

বা, \(\frac{1}{\pi} = \sqrt{\frac{l}{\pi}}\)

উভয় দিকে বর্গ করে পাই,

\(\frac{1}{\pi^2} = \frac{l}{\pi}\)

অতএব, \(l = \frac{\pi}{\pi^2} = \frac{1}{\pi}\) মিটার 🤩

সুতরাং, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য \(\frac{1}{\pi}\) মিটার।

```

যে কোন ইউনিভার্সিটির চ্যাপটার ওয়াইজ , টপিক অনুযায়ী, এনালাইসিস সহ প্রশ্ন ব্যাংক দেখতে প্রশ্ন ব্যাংক দেখতে সম্পূর্ণ ভিডিওগুলো দেখুন