Master Question Bank অথবা প্রশ্নব্যাংক দেখার নিয়মাবলী (Click here)

 প্রথমে ইউনিভার্সিটির মধ্যে ক্লিক করার পর,  সাবজেক্ট সবগুলো প্রশ্ন অধ্যায়ভিত্তিক সাজানো থাকবে, এবং প্রতিটি  চ্যাপ্টার এর উপর ক্লিক করে যতগুলো প্রশ্ন আসছিল সবগুলো দেখা যাবে।পরবর্তীতে যে পেজ ওপেন হবে সেই পেইজে প্রশ্নগুলো  ব্যাখ্যা সহকারে দেখা যাবে, ব্যাখ্যাসহ দেখার  জন্য, প্রথমে যেকোনো একটি অপশনে ক্লিক করতে  হবে Poll Quiz হিসেবে, তারপর অটোমেটিক  ব্যাখ্যা লোড হয়ে যাবে।নিউটনিয়ান বলবিদ্যা – SUST (36 )অধ্যায়ের শেষে ৩৬ নাম্বার থাকার অর্থ হলো, এই অধ্যায় থেকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট.৩৬ টি প্রশ্ন এসেছে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ।এভাবে,ভার্সিটির সকল অধ্যায়ের শেষে নাম্বারিং করা আছে।

আশা করি এভাবে দেখলে, নিজেরাই সব প্রশ্নের এনালাইসিস করে পড়তে পারবেন।
যে ইউনিভার্সিটি অথবা সাবজেক্ট গুলো এখনো এড হয়নি পরবর্তীতে সবগুলো অ্যাড হয়ে যাবে।

 এছাড়া অন্যান্য সকল ইউনিভার্সিটি প্রশ্ন ধীরে ধীরে এখানে এড হবে, এবং যে সাবজেক্ট গুলো বাকি আছে সেগুলোও এখানে এড হবে।