অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সর্বমোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হয়?

A. ৫ টি

B. ৬ টি

C. ৮ টি

D. ১০ টি

E. ৩ টি

CU08-09সাধারন জ্ঞান - আন্তর্জাতিকপুরষ্কার ও সম্মাননাUnit-DCU - ⚡ অনলাইন প্রশ্নব্যাংক দেখুন 💥
Join Telegram

প্রশ্নঃ সর্বমোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হয়?

সঠিক উত্তরঃ B. ৬ টি

Explanation:

Another Explanation (5): ```html

নোবেল পুরস্কার 🏆

আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে প্রতিষ্ঠিত এই পুরস্কারটি ছয়টি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। নিচে বিষয়গুলো উল্লেখ করা হলো:

বিষয়সমূহের তালিকা 📜

পুরস্কারের বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত বিবরণ 📊

বিষয় বর্ণনা
পদার্থবিজ্ঞান ⚛️ পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
রসায়ন 🧪 রসায়নের বিভিন্ন শাখায় নতুন উদ্ভাবন ও গবেষণার জন্য এই পুরস্কার দেওয়া হয়।
চিকিৎসাবিদ্যা 🩺 শারীরিক বিজ্ঞান ও চিকিৎসাবিদ্যায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
সাহিত্য ✍️ সাহিত্যের বিভিন্ন ধারায় (যেমন: উপন্যাস, কবিতা, নাটক) উল্লেখযোগ্য কাজের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
শান্তি 🕊️ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখেছেন এমন ব্যক্তি বা সংগঠনকে এই পুরস্কার দেওয়া হয়।
অর্থনীতি 💰 অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এটি আলফ্রেড নোবেলের মূল উইলের অংশ ছিল না, তবে পরবর্তীতে যুক্ত করা হয়েছে।

নোবেল পুরস্কার মানবজাতির কল্যাণে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করে। 🎉

আরও জানতে ভিজিট করুন: নোবেল পুরস্কারের ওয়েবসাইট 🌐

ধন্যবাদ 🙏

```

যে কোন ইউনিভার্সিটির চ্যাপটার ওয়াইজ , টপিক অনুযায়ী, এনালাইসিস সহ প্রশ্ন ব্যাংক দেখতে প্রশ্ন ব্যাংক দেখতে সম্পূর্ণ ভিডিওগুলো দেখুন