সকল কন্টেন্টে ফিরে যান

কুকুরের লালার সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া (Conditioned Reflex of Dog's Saliva) (Continuation)

Zoology-Azmol-2025-Unmesh-Chapter - 12_3_7.jpg
ইমেজ: Zoology-Azmol-2025-Unmesh-Chapter - 12_3_7.jpg
৫. দেখা গেল, অনেকবার পুনরাবৃত্তির পর কুকুরটি ঘন্টাধ্বনি ও খাদ্যের সঙ্গে সম্পর্কিত এক নতুন আচরণে
শিক্ষিত হয়েছে।
যেহেতু সাড়াটি শিক্ষণজনিত (বা সাপেক্ষ) তাই একে সাপেক্ষ সাড়া (conditioned response) বলে।
এভাবে নিরপেক্ষ উদ্দীপনা অনপেক্ষ উদ্দীপনার সঙ্গে মিলিত হয়ে সাপেক্ষ উদ্দীপনা (conditioned stimulus)-য় পরিণত
হয়েছে।